রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২১ নভেম্বর ২০২৪ ১৩ : ৩৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : প্রবল চাপে আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি। তার সঙ্গে আরও ৭ জনের বিরুদ্ধে মার্কিন আদালত অভিযোগ এনেছে সরকারকে ঘুষ দেওয়ার। তাঁর বিরুদ্ধে ২,২৫০ কোটি টাকার ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। আদানি গ্রুপের সহযোগী সংস্থাগুলি এই ঘুষ-কাণ্ডের পর ৬০০ মিলিয়ন ডলারের মার্কিন বন্ড রদ করেছে। স্টক এক্সচেঞ্জকে একটি রেগুলেটরি ফাইলিংয়ে বিবৃতি দিয়েছে আদানি গ্রিন এনার্জি। এই সংস্থার পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং ইউনাইটেড স্টেটস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানি গ্রুপের বোর্ড সদিস্য গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, আর এই কারণে আদানি গ্রিন এনার্জির পক্ষ থেকে মার্কিন ডলার বন্ড ইস্যু করা হবে না বলে জানানো হয়েছে।
এই অভিযোগ দায়ের করা হয়েছে অন্য আরেক বোর্ড সদস্য বিনীত জৈনের বিরুদ্ধেও। আদানি গ্রিন এনার্জি লিমিটেড জানিয়েছে এই ঘুষের অভিযোগ আসার পরে সংস্থার পক্ষ থেকে যে মার্কিনি ডলার বন্ড জারি করার কথা ছিল তা রদ করা হয়েছে। কোনও অফার আর রাখা হচ্ছে না। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির সঙ্গে সঙ্গে আরও ৭ জনের বিরুদ্ধে মার্কিন আদালত অভিযোগ এনেছে।
অভিযোগ, এসইসিআই-কে সবুজ শক্তি সরবরাহ করার বরাত পেয়েছিল আদানির সংস্থা। কিন্তু দেখা যায়, সেই বরাতের পরেও এই এসইসিআই-এর থেকে বিদ্যুৎ কেনার লোক ছিল না। অভিযোগ, সরকারের তরফ থেকে যাতে সেই বিদ্য়ুৎ কেনা হয়, তাপ নিশ্চিত ব্যবস্থা করতেই সরকারকে ২ হাজার কোটির বেশি ঘুষ দিয়েছিল এই সংস্থা। আর যেহেতু আমেরিকার বিনিয়োগকারীদের থেকে টাকা তোলার চেষ্টা করছিল এই সংস্থা, সেই প্রেক্ষিত থেকেই মার্কিন আইন ব্যবস্থা এই গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করেছে। বলা হয়েছে, পৃথিবীর যেখানেই দুর্নীতি হোক না কেন, মার্কিন বিনিয়োগকারীরা যেখানে জড়িয়ে আছেন, সেখানে সে দেশের আইন ব্যবস্থা হস্তক্ষেপ করবেই।
ব্লুমবার্গ বিলিওনেয়ার সূচক অনুযায়ী গৌতম আদানি এখন বিশ্বের ধনকুবেরদের তালিকায় ১৮তম স্থানে আছেন। তাঁর বিরুদ্ধে ২২৫০ কোটি টাকার ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে যে সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থাপনের জন্য তিনি মার্কিন আধিকারিকদের ঘুষ দিতে চেয়েছিলেন। এমনকী মার্কিনি বিনিয়োগকারীদেরও মিথ্যা বলেছিলেন বলেও অভিযোগ এসেছে। এই অভিযোগ আসতেই আজ সকালে শেয়ার বাজারে বড় ধস নামল আদানি গ্রুপের শেয়ারে। ২০ শতাংশ পর্যন্ত পড়েছে শেয়ারের দাম। আদানি এন্টারপ্রাইজ সহ মোট ১০টি স্টকেই বড় ধস নেমেছে। আদানি গ্রিন এনার্জিতে সবথেকে বড় ধস এসেছে। আদানি এন্টারপ্রাইজের স্টকে ২১ শতাংশ, আদানি পোর্টস স্টকে ২০ শতাংশ, আদানি এনার্জি সলিউশনের স্টকে ২০ শতাংশ পতন এসেছে। অভিযোগের আদানি গ্রিন এনার্জি সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুতই এই বিষয়ে বিবৃতি দেওয়া হবে সংস্থার পক্ষ থেকে।
নানান খবর
নানান খবর

কুনো থেকে গান্ধী সাগর অভয়ারণ্যে স্থানান্তর হচ্ছে চিতাবাঘ প্রভাষ ও পাবক

‘পাশ করলেই টিকে থাকবে আমার প্রেম’, পরীক্ষার খাতায় ৫০০টাকা আটকে দু’ লাইন আবেদন পড়ুয়ার

হোয়াটসঅ্যাপে আসা একটি ছবি ডাউনলোড, তারপরই ফাঁকা হল ২ লাখ টাকা

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশের আবেদন করেছে বাংলাদেশ পুলিশ

লখনউয়ে চলন্ত গাড়িতে ধর্ষণের চেষ্টা, প্রতিবাদ করায় হেনা শিল্পীর গলা কেটে হত্যা

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘সংবিধান বাঁচাও’ র্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব